গ্রাম: কর্মধা,
ডাক: কর্মধা
উপজেলা: কুলাউড়া।
জেলা: মৌলভীবাজার ।
ইতিহাস:
১৯৮০খ্রি. এর শেষের দিকে কুলাউড়া উপজেলাধীন ১৩নং কর্মধা ইউনিয়নে পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব নজিব আলীর উদ্যোগে ও সাবেক ইউ,পি, চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ইয়াকুব আলী সহ স্থানীয় অনেকের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার কাজ শুরু হয়। পৃথিমপাশার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের বিশিষ্ট শিক্ষানুরাগী নবাব আলী ছরওয়ার খান বিদ্যালয়ের জন্য ১.৮৯ একর ভূমি দান করেন । আলহাজ্ব মো: নজিব আলী আরও ০.১৬একর ভূমি দান করেন। ০৬.০১.১৯৮১খ্রি. তারিখে জুনিয়র স্কুল হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল মালিক ভার প্রাপ্ত প্রধানর্ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ খ্রি. জুনিয়র স্কুলের স্বীকৃতি সহ সরকারি অনুদান প্রাপ্তি শুরু হয়। ১৯৮৫ সালে ৯ম শেণি চালু হয় ও ১৯৮৭ সালে ১৫ ব্যাচ এস.এস.সি. পরিক্ষায় অংশ গ্রহন করে।
পরিচালনাক কমিটি
সভাপতি : মো: নজিব আলী
শিক্ষক প্রতিনিধি: ফরিদ আহমদ
,, ইসমাইল উদ্দিন আহমদ
অভিভাবক সদস্য মারুফ আহমদ
,, মুজিবুল হক
,, আব্দুর রশিদ
,, আশফাক আহমদ
,, রেহানা বেগম
দাতা: সদস্য নবাব আলী ওয়াজেদ খান
শিক্ষানুরাগী সদস্য মি. রবিন তংপেয়ার
সদস্য সচিব মো: আব্দুল মালিক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস